তৃতীয় ভারতীয় পেসার হিসেবে টেস্টে ইশান্তের ৩০০

অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। ইংল্যান্ডের বিপক্ষে চলমান চেন্নাই টেস্টে দারুণ এক মাইলফলক গড়েছেন ইশান্ত শর্মা। মাত্র তৃতীয় ভারতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে এখন ৩০০ উইকেটের মালিক তিনি।
সব মিলে ভারতের ষষ্ঠ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন ইশান্ত। তবে ভারতীয়দের মধ্যে ইশান্তই সবথেকে বেশি টেস্ট নিলেন এই মাইলস্টোনে পৌঁছতে।

ইশান্ত ছাড়াও ভারতীয় বোলারদের মধ্যে ৩০০ ক্লাবে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হারভাজান সিংহ (৪১৭), রবিচন্দ্রন অশ্বিন (৩৮২) ও জাহির খান (৩১১)।সোমবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভারে ড্যান লরেন্সকে ফিরিয়ে ৩০০ উইকেটে পৌঁছান ইশান্ত। দ্বিতীয় ইনিংসে আর উইকেট পাননি তিনি। প্রথম ইনিংসে নেন ২ উইকেট।

পিঠের চোটের কারণে গত অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ছিলেন না ইশান্ত। প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন ইনজুরির জন্য। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। এরপরই সেই চোট। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৭৮ রানে শেষ হয়। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২০ রান। চতুর্থ দিনের শেষে রোহিত শর্মার উইকেট হারিয়ে ভারত ৩৯ রান তুলেছে। শেষ দিন ভারতের জেতার জন্য দরকার আরো ৩৮১ রান। ইংল্যান্ডের দরকার ৯ উইকেট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?