অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। ভারতের কৃষক আন্দোলন নিয়ে গত সপ্তাহে টুইট করেছিলেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, পর্নস্টার মিয়া খালিফা।
তারপরেই কেন্দ্রীয় সরকারের সুরে সুর মিলিয়ে এর পাল্টা ঐক্যবদ্ধ ভারতের কথা বলে টুইট করেছিলেন, অক্ষয় কুমার, শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা। এই নিয়ে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে এতদিন কেন তাঁরা চুপ ছিলেন। এই জানা যায়, কয়েকজন সেলিব্রিটির টুইটের বয়ান হুবহু এক। তবে কী বিজেপি’ই চাপ দিয়ে এই তারকাদের দিয়ে এই কাজ করিয়েছে? এই প্রশ্নও উঠছে।
এবার এই গোটা টুইট পর্ব নিয়ে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, কোনও চাপে পড়ে তাঁরা এই টুইট করেছেন কিনা, সে তদন্ত হবে। তিনিও বলেছেন, বহুক্ষেত্রে তারকাদের বয়ান হুবহু এক। এই বিষয়টি নিয়ে তদন্ত হবে।