স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৯ ফেব্রুয়ারী।।
ভাংমুনকে সারা দেশবাসী চেনে পরিচ্ছন্নতার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথম দেশের দায়িত্ব নেওয়ার পর তাঁর সবচেয়ে বড় কার্যক্রম ছিল স্বচ্ছ ভারত মিশন। আমি ধন্যবাদ জানাই ভাংমুনবাসীকে।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
ভাংমুনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, শুধু পরিচ্ছন্ন গ্রাম রাখলেই হবে না। উন্নয়নও প্রয়োজন। আর সেই উন্নয়নের জন্য দরকার শান্তির পরিবেশ।
আমি সমস্ত ভাংমুনবাসীর কাছে আবেদন জানাই, শান্তিশৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে হবে। ঘৃণা, তিক্ততা জাতি বা রাষ্ট্রের সমৃদ্ধি ঘটাতে পারে না। মুখ্যমন্ত্রী বলেন, ভাংমুন থেকে শিমলুং পর্যন্ত ৩০৯.৪৩ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ চলছে।
১৯৭২ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর ভাংমুন বাসীর জন্য এত বড় প্রকল্প এর আগে কখনও হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কা সাথ সবকা বিকাশ, সব কা সাথ সব কা বিশ্বাস মন্ত্রে কাজ করেন।
ত্রিপুরা রাজ্যেও সেই মন্ত্রেই কাজ করছে সরকার। আমাদের মনে রাখতে হবে, না আমরা মিজো, না রিয়াং, না বাঙালি। সবচেয়ে আগে আমরা ভারতীয়। তারপর ত্রিপুরাবাসী।