ভারতকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটে-বলের দারুণ নৈপুণ্যে ২২৭ রানের বিশাল জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসনের আগুনে এক স্পেলে শেষদিন মঙ্গলবার টিকতে পারেনি ভারত।

জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্নবিরতির আগেই আরও ৫ উইকেট হারিয়ে বসে বিরাট কোহলির দল। অ্যান্ডারসন ৫ ওভারের এক স্পেলে তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে এক ওভারেই কোনো রান না দিয়ে ফেরান শুভমান গিল আর অজিঙ্কা রাহানেকে।

পরে ভারতের আশা হয়ে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তাকে বোল্ড করেন বেন স্টোকস। ১০৪ বলে ৭২ করে ফেরেন তিনি।

অ্যান্ডারসন দ্বিতীয় ইনিংসে ১১ ওভার হাত ঘুরিয়ে ওই তিনটি উইকেটই নেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন দুটি।

প্রথম সেশনে ৫ উইকেট খুইয়ে ফেলা ভারত বাকি ৪ উইকেট হারায় চা বিরতির আগেই। গিলের ব্যাট থেকে আসে ৮৩ বলে ৫০ রান। বিধ্বংসী ওই স্পেলে ভারতকে কাঁপিয়ে ৩ উইকেট নিতে অ্যান্ডারসন খরচ করেন ১৭ রান।

৪ উইকেট শিকার করতে লিচের খরচা ৭৬।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৭৮

ভারত প্রথম ইনিংস: ৩৩৭

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৭৮

ভারত দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪২০) ৫৮.১ ওভারে (গিল ৫০, পুজারা ১৫, কোহলি ৭২, রাহানে ০, পান্ত ১১, সুন্দর ০, অশ্বিন ৯, নাদিম ০, ইশান্ত ৫*, বুমরাহ ৪; আর্চার ১/২৩, লিচ ৪/৭৬, অ্যান্ডারসন ৩/১৭, বেস ১/৫০, স্টোকস ১/১৩)

ফল: ইংল্যান্ড ২২৭ রানে জয়ী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?