অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। গুপ্তচরবৃত্তির অভিযোগে এক অস্ট্রেলীয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে চীনা কর্তৃপক্ষ। কয়েক মাস আগে তাকে আটক করা হলেও এতদিন পর বিষয়টি স্বীকার করেছে বেইজিং।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক চেং লেই চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের সংবাদ উপস্থাপিকা ছিলেন।
সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করে চীনা কর্তৃপক্ষ। তার আইনি অধিকার নিশ্চিত করা হবে বলেও জানানো হয়।এর আগে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানায়, গত বছরের আগস্টে আটক করা হয় চেংকে এবং গত শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, এ মামলার ক্ষেত্রে চীনের অভ্যন্তরীণ বিষয়ে অস্ট্রেলিয়া কোনো হস্তক্ষেপ করবে না বলে তিনি আশা করেন।অন্যদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, ‘আমরা আশা করছি, আন্তর্জাতিক নিয়ম মেনে ন্যায়বিচার, সুষ্ঠু প্রক্রিয়া এবং মানবিক আচরণ করা হবে চেংয়ের সঙ্গে।’
তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে আমরা চেং ও তার পরিবারের সঙ্গে আছি।’
গত কয়েক বছর ধরে বেইজিংয়ে টিভি চ্যানেলে কাজ করছিলেন এ নারী সাংবাদিক। তার দুই সন্তানসহ পরিবারের অনেক সদস্য অস্ট্রেলিয়ায় থাকে।
২০২০ সালের আগস্টে আচমকা কর্মস্থল থেকে নিখোঁজ হয়ে যান তিনি। এরপর থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি চেং। ইংরেজি ভাষা চ্যানেল সিজিটিএনও তাদের ওয়েবসাইট থেকে চেংয়ের প্রোফাইল পেজ এবং কর্মকাণ্ড মুছে ফেলে।