অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে দিল্লি সীমান্তে চলছে কৃষক বিক্ষোভ। গত ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। লালকেল্লায় উঠে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। সরকার তাদের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগও এনেছে। এই ঘটনার পর এই আন্দোলনের উপর কড়া নজর রাখছে কেন্দ্র। নজরদারি চলছে সোশ্যাল মিডিয়ায়।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এবার সরকার ফরমান জারি করেছে, কৃষক বিক্ষোভ নিয়ে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে বেশকিছু পাকিস্তানি ও খালিস্তানি টুইটার অ্যাকাউন্ট থেকে। তাই সেগুলি বন্ধ রাখতে হবে টুইটার কর্তৃপক্ষকে। তিন দিন আগে টুইটারকে কেন্দ্র এই নির্দেশ দিয়েছে বলে খবর।
উল্লেখ্য, এর আগে ২৫৭টি টুইটার হ্যান্ডেল ও মোদি প্ল্যানিং ফার্মার জেনোসাইড নামে একটি হ্যাসট্যাগ বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সেই নির্দেশ মতো একদিনের জন্য ওই হ্যান্ডেলগুলি বন্ধ করে দিয়ে, পরে তা ফের খুলে দেয় টুইটার কর্তৃপক্ষ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।