অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। নির্বাচিত নেত্রী অং সান সু চির মুক্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভের মধ্যে মিয়ানমারে ধর্মঘট পালিত হচ্ছে। এতে যোগ দিয়েছেন শ্রমিকরা।
বিবিসি জানায়, সোমবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ইয়াঙ্গুন এবং মান্দালয়ে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন।
এদিকে রাজধানী নেইপিদোতে বিক্ষোভ ঠেকাতে জলকামান ব্যবহার করা হয়েছে। কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও জানা গেছে।
প্রায় এক দশকের মধ্যে রবিবার সবচেয়ে বড় বিক্ষোভর পর আজ তৃতীয় দিনের মতো এই ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
সোমবার সকালে নেইপিদোতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। অন্যান্য শহরেও উল্লেখযোগ্য সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়েছেন বলে জানা গেছে।
২৮ বছর বয়সী গার্মেন্টস শ্রমিক হানিন থাজিন, ‘আজ কর্মদিবস রয়েছে। আমাদের বেতন কাটলেও আমরা আজ কাজে যাচ্ছি না। ’
জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। যদিও নির্বাচনের কারচুপির কোনো প্রমাণ দিতে পারেনি তারা।
দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সর্বময় ক্ষমতা সিনিয়র জেনারেল মিন অং হ্লায়িংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্টসহ দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়।