স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।। সাতসকালে রাজধানীর বিদ্যাসাগর এলাকায় দুর্ঘটনার কবলে পরে একটি টিপ্পার গাড়ি।
ঘটনার বিবরণে জানা যায় এইদিন সকালে গাড়িটি শহরের দিক থেকে মাটি নিয়ে আসার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যাসাগর এলাকায় একটি ধান ভাঙ্গার মিলে ঢুকে পরে। এবং একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।
এতে বিদ্যুতের খুঁটিটি একদিকে বাকা হয়ে যায়। ঘটনার সাথে সাথে স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়রা এগিয়ে আসলে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা তখন গাড়ির চালককে আটক করে।
গাড়ির চালক স্থানিয়দের জানায় রাতভর সে গাড়ি চালিয়েছে। ফলে তার ঘুম এসে গিয়েছিল। ঘুম এসে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে সে স্থানিয়দের কাছে স্বীকার করেছে বলে জানান স্থানীয়রা।