স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।। ককবরক ভাষাকে রোমান হরফে লেখা সুযোগ করে দেওয়ার দাবিতে অল তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে।
মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ তুলে দিয়ে অবিলম্বে দাবি পূরণে আর্জি জানায় প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অল তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আহলাদ জমাতিয়া, সাধারণ সম্পাদক তপন দেববর্মা, প্রহর দেববর্মা।
এদিন প্রতিনিধি দলটি উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর কাছেও দাবি সনদ তুলে দেন। অন্যদিকে উত্তর গেইটে চলা দুদিনের গন ধর্নায় অংশ নিয়ে বিধায়ক বৃষকেতু দেববর্মা জানান অল তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট এসোসিয়েশনের দাবিকে সমর্থন জানান তিনি।
বিধানসভায় এই প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি আশাবাদী সরকার তাদের দাবি শীঘ্রই মেনে নেবে। এতে করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সুবিধা হবে বলে জানান তিনি।