স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।। রাতের অন্ধকারে নির্মীয়মাণ ড্রেইন ভেঙ্গে দিল দুষ্কৃতিরা। ঘটনার রাজধানীর দক্ষিন রামনগরের রাম সুন্দর পাড়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় এলাকাবাসিদের দাবি মেনে সম্প্রতি আগরতলা পুর নিগম থেকে রামসুন্দর পাড়া শ্যামল সরকারের বাড়ির সামনে থেকে কালাপাইনা পর্যন্ত রাস্তার পাশে ড্রেইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ড্রেইন নির্মাণের জন্য বরাত দেওয়া হয় এলাকার ঠিকেদার রাজদিপ দাসকে।
অভিযোগ ড্রেইন নির্মাণের কাজ শুরু করার পর এলাকার কিছু দুষ্কৃতি কাজে বাধা দান করে। তারা ঠিকেদারের কাছে নগদ অর্থ দাবি করে। তখন ঠিকেদার দুষ্কৃতিদের নগদ ৫ হাজার টাকা প্রদান করে।
এরই মধ্যে রবিবার ফের দুষ্কৃতিরা নির্মাণস্থলে আসে এবং নগদ অর্থ দাবি করে। কিন্তু রবিবার ঠিকেদার দুষ্কৃতিদের নগদ অর্থ দিতে অস্বীকার করে। ফলে রাতের অন্ধকারে নির্মীয়মাণ ড্রেইন ভেঙ্গে দেয় দুষ্কৃতিরা। সোমবার সকালে ঠিকেদার রাজদিপ দাস ঘটনাস্থলে এসে ঘটনা প্রত্যক্ষ করে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকার কেউই এই ঘটনা মন থেকে মেনে নিতে পারছে না। ঠিকেদার রাজদিপ দাসের বাবা জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হবে।