৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি আইনজীবীরা দিলেন আইনমন্ত্রীকে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।। সোমবার রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত পরিদর্শন করেন।

জেলা ও দায়রা আদালত পরিদর্শনকালে আইনমন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরা বার এসোসিয়েশানে যান। ত্রিপুরা বার এসোসিয়েশানে মন্ত্রী রতন লাল নাথকে বিজেপি ল এন্ড লিগেল এফায়ার্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

একই সাথে মন্ত্রী রতন লাল নাথের হাতে তুলে দেওয়া হয় ৭ দফা দাবি সম্বলিত স্মারক লিপি। এইদিন বিকালে ত্রিপুরা বার এসোসিয়েশানে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান বিজেপি ল এন্ড লিগেল এফায়ার্স ডিপার্টমেন্টের কনভেনার আইনজীবী বিশ্বজিৎ দেব।

তিনি সাংবাদিক সম্মেলনে ৭ দফা দাবি গুলি তুলে ধরে বলেন মন্ত্রী রতন লাল নাথ এই দাবি গুলির সাথে সহমত পোষণ করেছেন। এবং সদর্থক ভুমিকা গ্রহণের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?