অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। কেউ মুখ না খুললেও বুঝতে বাকি নেই নুসরাত জাহান ও নিখিল জৈনের দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছে না। কিন্তু কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না, থেমে থাকে না কাজও। নায়িকা ব্যস্ত নিজের নতুন ছবি ‘ডিকশনারি’ ও বিধানসভা নির্বাচন নিয়ে। নিখিলও মনোযোগ দিয়েছেন ব্যবসাতে।
নিখিলের ক্লোথিং লাইন রঙ্গোলি ইন্ডিয়া গত বছর জানুয়ারিতে নুসরাতের নিজস্ব পোশাকের কালেকশন ‘ইউভ’ লঞ্চ করে। নিজের ভাবনা থেকে আসা ‘ইউভ’কে সন্তান বলেও সম্বোধন করেছিলেন নায়িকা।
তবে এক বছরে পাল্টে গেছে সব হিসেব। শনিবার রাতে এ কালেকশনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ফ্যাশন শো।
আর সেই শোতে নুসরাতের ঘনিষ্ঠ অনেকেই হাজির হলেও ছিলেন তিনি। আর র্যাম্পে মডেলদের ছবি শেয়ার করে নিখিল লেখেন, ‘নতুন পথচলা’।
নিখিল-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝে এ পোশাকের কোনো সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ নেই নুসরাতের। তাকে ট্যাগও করা হয়নি।
মজার বিষয় হলো, এ ফ্যাশন শোর পরিকল্পনাকারী স্যান্ডি নুসরাত জাহানের স্টাইলিস্টও বটে।
তিনি নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে ইউভ ইন্ডিয়ার সবুজ শাড়িতে পাওয়া গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে এই পোস্ট শেয়ার করেছেন। তবে কি নুসরাতের জায়গায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন শ্রাবন্তী? উত্তর অবশ্য এখনো স্পষ্ট নয়।