স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই বিদ্যার দেবি স্বরস্বতি পুজা। সরস্বতী পুজাকে সামনে রেখে বর্তমানে চরম ব্যবস্থা মৃৎ শিল্পীদের মধ্যে। কারন হাতে সময় বেশি নেই।
তাই মৃৎ শিল্পীরা জোর কদমে দেবি সরস্বতীর মূর্তি তৈরি করে যাচ্ছে। তবে মৃৎ শিল্পীরা জানান করোনা পরিস্থিতির কারনে এই বছর মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কিছুটা বেশি। তার উপর এই বছর বড় মূর্তির চাহিদা নেই।
তাই তারা ছোট মূর্তি বেশি তৈরি করছে। তবে এই বছর চাহিদার তুলনায় মূর্তি তৈরি কম হচ্ছে। মূর্তির দাম তেমন একটা বৃদ্ধি পায়নি। সব মিলিয়ে এই বছর মৃৎ শিল্পীরা কতটা লাভের মুখ দেখবেন তা নিয়ে আশঙ্কায় রয়েছেন।