স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ ফেব্রুয়ারী।। স্বচ্ছ ভারত মিশন ও ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন প্রকল্প বাস্তবায়ণের লক্ষ্যে ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলছে প্রচার অভিযান৷
এই প্রচার অভিযানের অঙ্গ হিসাবে আজ উদয়পুর পুর পরিষদের উদ্যোগে কে বি আই ময়দান থেকে এক রেলী অনুষ্ঠিত হয়৷ এই কর্মসূচির সূচনা করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷ বিধায়ক শ্রীঘোষ স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন৷
স্বাগত ভাষণ দেন উদয়পুর পুর পরিষদের সিইও অনিরুদ্ধ রায়৷ স্বচ্ছতা অভিযানের লক্ষ্যে তিনটি ট্যাবলু সহ সুুবিশাল রেলী কে বি আই ময়দান থেকে শুরু হয়ে জগন্নাথ চৌমুহনী, জগন্নাথ দিঘির দক্ষিণ পাড়, পূর্ব পাড়, জামতলা, সেন্ট্রাল রোড ও নিউটাউন বেড়ি হয়ে জামতলা টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়৷
র্যালীতে গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা নয়ন কুমার রায়, প্রাক্তন পুরপিতা শীতল চন্দ্র মজমদার, সমাজসেবী প্রবীর দাস, সমাজসেবী ত্রিদীপ দাস, মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, শহরের বিশিষ্ট প্রবীণ নাগরিকগণ, বিভিন্ন সুকলের ছাত্রছাত্রী, উদয়পুর পুর পরিষদের প্রাক্তন কাউন্সিলারগণ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷ তাছাড়া স্বচ্ছতার উপর অনুষ্ঠিত আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিবর্গ৷
এই কর্মসূচিকে বাস্তবায়ণে একটি বাইসাইকেল র্যালী জগন্নাথ দিঘির প্রদক্ষিণ করে৷ রেলী উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন শীতল চন্দ্র মজমদার৷