অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে মানুষ। রাজধানী নেইপিদোতে বিক্ষোভকারীরা পুলিশের বাধার মুখে পড়ে।
বিবিসি ও আলজাজিরা জানায়, সোমবার নেইপিদোতে ছাড়াও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ইয়াঙ্গুন এবং মান্দালয়ে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন।
রাজধানীতে বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। তাদের ওপর জলকামান ব্যবহার করে পুলিশ। কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও জানা যায়।
রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলা হয়, আইনের শাসন বা জনসুরক্ষার জন্য হুমকি তৈরি করলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার পর এমন সতর্কতা দেয় সেনা সরকার।
এদিকে বিক্ষোভে যোগ দিয়েছেন শ্রমিকেরা। চিকিৎসকদের মতো তারাও ধর্মঘটে অংশ নিয়েছেন। ২৮ বছর বয়সী গার্মেন্টস শ্রমিক হানিন থাজিন, ‘আজ কর্মদিবস রয়েছে। আমাদের বেতন কাটলেও আমরা আজ কাজে যাচ্ছি না। ’
জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত সপ্তাহে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। যদিও নির্বাচনের কারচুপির কোনো প্রমাণ দিতে পারেনি তারা।
দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সর্বময় ক্ষমতা সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লায়িংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্টসহ দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়।