উদয়পুরে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ ফেব্রুয়ারী।। উদয়পুরে বাইক দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম হিমাংশু নন্দি, পিতা হরেকৃষ্ণ নন্দী, বাড়ি রাধাকিশোরপুর থানার অন্তর্গত বদর মোকাম এলাকায়।

সংবাদে প্রকাশ, হিমাংশু নন্দী প্রতিদিনের মত কর্মস্থল শান্তি বাজার আইওসির ম্যানেজার থেকে কর্তব্য সম্পাদন করে উদয়পুরে নিজ বাড়িতে ফেরার পথে পেরাতিয়া ফরেস্ট গেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন ।

সূত্র মারফৎ জানা যায় উনি বাইকে আসার সময় একটি বোলেরো গাড়ির সাথে সংঘর্ষে হিমাংশু বাবু ছিটকে গিয়ে পাশে দাঁড়ানো অবস্থায় থাকা একটি লড়িতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান ।

উদয়পুরের দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে হিমাংশু বাবুকে উদ্ধার করে তেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক হিমাংশু বাবুকে মৃত বলে ঘোষনা করেন ।

মৃত হিমাংশু নন্দীর নিথর দেহ তেপানিয়া জেলা হাসপাতালের মর্গে শায়িত আছে । আগামী কাল পোস্ট মর্টমের পর আত্মীয় পরিজনের হাতে তুলে দেওয়া হবে। গর্জি আউট পোষ্টের পুলিশ ও আর কে পুর থানার পুলিশ ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছেন।

উল্লেখ্য গত বিশ জানুয়ারি একই থানার অন্তর্গত উদয়পুর খিলপাড়া এলাকার সাগর দে-কে দোকান থেকে বাড়ি আসার পথে ঘাতক বাইক চালক রূপক মজুমদার দ্বারা মৃত্যুর পর , চারদিনের মাথায় পথ অবরোধ করেন ঘাতক বাইক চালক রূপক মজুমদারকে গ্রেপ্তারের দাবিতে।

কিন্তু উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ চব্বিশ ঘণ্টার মধ্যে বাইক চালক রূপক মজুমদারকে গ্রেপ্তার করবেন বলে অবরোধ কারীদের কথা দিলেও আজ ১৭ দিনেও ঘাতক বাইক চালক রূপক মজুমদারকে গ্রেপ্তার করতে পারেনি ।

এলাকায় খোভ বিরাজ করছে । মৃত হিমাংশু নন্দীর একমাত্র মেয়ে উদয়পুর বিবেকানন্দ বিদ্যা পীঠের দশম শ্রেণীর ছাত্রী । হিমাংশু বাবুর মৃত্যুতে বদরমোকাম সহ গোটা উদয়পুরে শোকের ছায়া নেমে এসেছে ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?