খোয়াইয়ের গৌরাঙ্গটিলা স্কুলে এনএসএসের প্রশিক্ষণ শিবির শুরু

স্টাফ রিপোর্টার, খোয়াই, ৮ ফেব্রুয়ারী।। খোয়াই ব্লকের গৌরাঙ্গটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে বিদ্যালয়ের ৩০জন ছাত্রছাত্রীকে নিয়ে আজ থেকে সাতদিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে৷ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷

শিবিরের উদ্বোধন করে বিধায়ক শ্রীদাস চৌধুরী বলেন, পড়াশুনার সাথে সাথে ছাত্রছাত্রীদের সমাজের কল্যাণে নিয়োজিত হতে সকলের প্রতি আহ্বান জানান৷ আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বিধায়ক প্রশান্ত দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে এন এস এস সদস্য-সদস্যাদের দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷

অনুষ্ঠানে অতিথি জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে স্বচ্ছ ও নির্মল পরিবেশ গড়ে তুলতে সমাজের মানুষকে সজাগ ও সচেতন করে তুলতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান৷ অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের এন এস এস প্রোগ্রাম অফিসার অসীম দাস৷

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এস এম সি কমিটির চেয়ারম্যান সুুশীল চন্দ্র দেব, বিশিষ্ট সমাজসেবী মনোজ দেব, সমাজসেবী জয়ন্ত সাহা প্রমুখ৷

অনুষ্ঠান উপলক্ষে গৌরাঙ্গটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে ৫জন ছাত্রীর হাতে বিধায়ক প্রশান্ত দেববর্মা ও জিলা সভাধিপতি জয়দেব দেববর্মা বাইসাইকেল তুলে দেন৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমর দাস৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী লোক সংগীত ও উপজাতি লোকনৃত্য পরিবেশন করে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?