অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার মূল্যবান হিরার আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তা নিয়েই আর্জেন্টাইন কিংবদন্তির বান্ধবী ভেরোনিকা এবং মেয়ে জিয়ানিনার মধ্যে চলছে কথার লড়াই। একে অপরের বিরুদ্ধে যারা চুরির অভিযোগ তুলেছেন।
২০১৮ সালে বেলারুশের ক্লাব ডায়ানামো ব্রেস্ট ম্যারাডোনাকে হীরার আংটিটি উপহার দেন।
খবর, ম্যারাডোনা বালিশের নিচেই রাখতেন সেই বহুমূল্যবান আংটি। কিন্তু তার মৃত্যুর পর থেকে সেই আংটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ম্যারাদোনার বান্ধবী ভেরোনিকা ওজেদা অভিযোগ তুলেছেন মেয়ে জিয়ানিনার দিকে। এমনকি ম্যারাডোনার আইনজীবী মারিও বাউদ্রি জানিয়েছেন, মারাদোনার রাঁধুনির বয়ান অনুযায়ী, সেই আংটি শেষ দেখা গিয়েছে জিয়ানিনার কাছেই।
মারিও বাউদ্রি আর্জেন্টিনা টিভিকে বলেন, ‘আমার কাছে ম্যারাডোনার ব্যক্তিগত পাচকের সাক্ষ্য আছে, তিনি এটি সবশেষ গাড়িতে ম্যারাডোনার মেয়ের কাছে দেখেছিলেন। ’
তবে টুইট করে জিয়ানিনা লিখেছেন, ‘এটা আমার কাছে নেই। এখানে তারা সবাই এক জোট হয়েছে…। ’গত বছর ৬০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ম্যারাডোনার।