ক্যাপ্টেন আমেরিকার উত্তরাধিকারী হাজির

অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিতে স্টিভ রজার্স তথা ক্যাপ্টেন আমেরিকাকে শেষবার দেখেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) দর্শকেরা। সুপারহিরোর জীবন ছেড়ে মনোযোগ দেয় পেগি কার্টারের সঙ্গে সংসারে।

এ সময় আইকনিক বর্ম উপহার দেয় স্যাম উইলসন তথা ফ্যালকনকে। তবে ফ্যালকনই কি পরবর্তী ক্যাপ্টেন আমেরিকা?বছর দুই সেই প্রশ্ন ঘুরপাকের পর উত্তর মিলল সোমবার।

এ দিন প্রকাশ হলো ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসের সিরিজ ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’-এর ট্রেলার।

ছয় পর্বের এ মিনি সিরিজের প্রধান দুটি চরিত্র ফ্যালকন এবং রজার্সের প্রিয় বন্ধু ও মগজ ধোলাইয়ের শিকার সুপার সোলজার দ্য উইন্টার সোলজার তথা বাকি বার্নেস। দ্য ফ্ল্যাগ-স্ম্যাসার্স নামের একটি নৈরাজ্যবাদী চক্রের বিরুদ্ধে এ দুই সুপারহিরোর নতুন অভিযান ওঠে আসবে গল্পে।

ক্যাপ্টেন আমেরিকার উত্তরাধিকারী হিসেবে আসা ফ্যালকনকে ব্যারন হেলমুট জেমোর মতো পুরোনো শত্রুর মোকাবিলায় দেখা যায় ট্রেলারে। গল্পে শুধু অ্যাকশনই নয়, যথেষ্ট হাস্য রসাত্মক উপাদানও রাখা হয়েছে।

আগের মতোই ফ্যালকন ও উইন্টার সোলজার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে অ্যান্থনি ম্যাকি ও সেবাস্টিয়ান স্টান। জেমো চরিত্রে আছেন ডেনিয়েল ব্রুল।

প্রায় ১৫ কোটি ডলারে তৈরি হয়েছে ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’। সে হিসেবে প্রতি পর্বের বাজেট আড়াই কোটি ডলার।

যা কিনা শুরুর দিকে মার্ভেল মুভির সমান বাজেট। ১৯ মার্চ থেকে সিরিজটি ডিজনি প্লাসে দেখা যাবে। আর এটি হতে যাচ্ছে এমসিইউ-র চতুর্থ পর্যায়ের এক চমক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?