অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। সদ্য মা হয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরুষ্কার কোল জুড়ে এসেছে তাঁদের ছোট্ট ভামিকা। তারপরেও কীভাবে রয়েছে অভিনেত্রীর এমন মারকাটারি ফিগার? এই নিয়েই রীতিমতো কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
মা হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই অনুষ্কা বান্দ্রার একটি ক্লিনিকে গিয়েছিলেন চেক-আপের জন্য। তাঁর পরনে ছিল ডেনিম জিনস এবং ওভার সাইজড শার্ট। তখনই বোঝা গিয়েছিল বিন্দুমাত্র পরিবর্তন হয়নি অভিনেত্রীর চেহারার। অবিকল আগের মতোই রয়েছেন।
তবে আজ রবিবার সকাল সকাল যে ছবি অনুষ্কা শেয়ার করেছেন, তাতে আরও বোঝা গিয়েছে মা হওয়ার পর তাঁর চেহারার কোনও পরিবর্তন হয়নি। বরং আগের মতোই রয়েছেন ভামিকার সেক্সি মাম্মা।
আজ সকালে অনুষ্কা একটি ‘মিরর সেলফি’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। পাউট করে তোলা ছবিতে নায়িকা কালো টি-শার্ট এবং স্কিনি স্ল্যাক্স পরে রয়েছেন।
তাঁর কাঁধে রয়েছে ভামিকাকে কোলে নেওয়ার উপযুক্ত একটি ‘বার্প’ কাপড়। অর্থাৎ শিশুদের কোলে নেওয়ার ক্ষেত্রে যে কাপড় কাঁধের ওপর রাখা হয়। যাতে শিশুর মুখে কোনও নোংরা না লাগে।
ছবির ক্যাপশনে কি লিখেছেন অনুষ্কা? দেখুন আপনি নিজেই। অনুষ্কা এদিন যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে তাঁদের নতুন বাড়ির এক ঝলক দেখা গিয়েছে।
সেখানে পিচ রঙা দেওয়ালে ট্রপিক্যাল অরণ্যের গাছের পাতার মোটিফ আঁকা। মাত্র একটা দেওয়ালই বাড়িটি কত সুন্দর তা অনুমান করার জন্য নেটিজেনদের কাছে যথেষ্ট।
উল্লেখ্য, মা হওয়ার আগেই বিরুষ্কা জানিয়েছিলেন তাঁরা প্রথম থেকেই সন্তানকে প্রচারের আলো থেকে দূরে রাখতে চান। যখন নিজেরা বুঝবেন, তখনই ভামিকার পরিচয় করাবেন সকলের সঙ্গে।
কথা রেখেছেন তাঁরা। সম্প্রতি ‘ভামিকা’কে কোলে নিয়ে একটি ছবি বিরাট এবং অনুষ্কা তাঁদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন।