অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। পোপ ফ্রান্সিস ক্যাথলিক ঐতিহ্য ভেঙে পরামর্শ পরিষদে (সিনোদ অব বিশপস) ভোট দেওয়ার ক্ষমতাসম্পন্ন আন্ডারসেক্রেটারি পদে এই প্রথম একজন নারীকে নিয়োগ দিয়েছেন।
শনিবার সিনোদে দুজন আন্ডারসেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। এর একজন ফরাসি নারী নেথালি বিকোয়ার্ত। সিনোদেই তিনি ২০১৯ সাল থেকে পরামর্শকের দায়িত্ব পালন করছিলেন।
এই নিয়োগকে চার্চের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণে পোপের ইচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করলেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ।
তিনি আরও বলেন, সিস্টার নেথালি বিকোয়ার্তের নিয়োগ ও তাকে ভোট দেওয়ার ক্ষমতা দেওয়ার মধ্যদিয়ে দরজা খুলে গেল।
বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ গঠিত হয়। তাদের ভোট দেওয়ার ক্ষমতা থাকে। এছাড়া পরিষদে কিছু বিশেষজ্ঞও থাকেন। তবে তাদের ভোটাধিকার থাকে না।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস সিনোদ অব বিশপস-এর সংস্কার এবং চার্চ পরিচালনায় নারীর ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন।
সিনোদ অব বিশপস-এ অপর আন্ডারসেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস মারিন ডি সান মার্টিন।
নেথালি বিকোয়ার্ত (৫২) ফ্রান্সভিত্তিক ‘জাভিয়ার সিস্টার্স’র সদস্য এবং তিনি ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রিসম্পন্ন। এছাড়া তিনি বোস্টনেও লেখাপড়া করেছেন।