শনিবার কেন্দ্রীয় জাহাজ, রাসায়নিক সার প্রতিমন্ত্রী মনসুখ লক্ষণভাই মান্ডাবিয়া বাজেট প্রচারে রাজ্যে এসে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন। ইনফ্রাস্ট্রাকচারের জন্য উত্তর-পূর্বাঞ্চলের যাতে বিশেষভাবে লাভজনক হয় সেদিকে গুরুত্ব দিয়ে সোনামুড়া গোমতী নদীতে জেটি বানানো হচ্ছে। এর উদ্বোধন তিনি নিজে করবেন বলে জানিয়েছেন তিনি। এ জেটি গোটা দেশের সাথে ত্রিপুরার সংযোগ হতে সহযোগিতা করবে, এর জন্য গোমতী নদীতে সোনামুড়া থেকে আশুগঞ্জ পর্যন্ত ড্রেজিং -এর কাজ চলছে।
ত্রিপুরা ভারতের সাথে সংযুক্ত করতে গিয়ে উদ্যোগ। পাশাপাশি সোনামুড়া ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আর এতে উত্তর-পূর্বাঞ্চলের এগ্রিকালচার গ্রোথ বাড়বে। ত্রিপুরার আনারস বহিঃ রাজ্যে চাহিদা রয়েছে।কারণ ভাষণের মাধ্যমে এগ্রিকালচার গ্রোথ এগুতে পারে না। তাই সরকার কৃষকদের কিসান নিধি সম্মানের আওতায় নিয়ে আসছে। কৃষকদের কিষান ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। সরকার কৃষকদের জন্য সহানুভূতিশীল। দেশে যাতে সকলেই ভ্যাকসিন পায় সেজন্য অভিযান শুরু হয়েছে।
যে দেশে ভ্যাকসিন তৈরি করে আবার অন্য দেশে ভ্যাকসিন পাঠানো হয়েছে। বিজেপি নিতি যেমন নিজের দেশের কল্যাণ করা পাশাপাশি অন্য দেশের কল্যাণ করাও। সেই দিশায় নতুন ভারত গড়ার জন্য নরেন্দ্র মোদি সরকার কাজ করে চলছে বলে জানান তিনি। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।