ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতাল সংলগ্ন ব্লক চৌমুহনী এলাকায় নুপুর দেবনাথ নামে এক মহিলা বাগমা কড়ইমুড়া স্থিত পাগলী মাসির উৎসব থেকে স্টেশনারী দোকান খোলে ব্যবসা করে বাড়ি ফিরে আসার সময় অজ্ঞাত পরিচয়ের চার-পাঁচজন দুষ্কৃতিকারী একটি গাড়ি মহিলার সামনে এসে দাঁড়ায় ।
মহিলাকে পথ আগলে রেখে ওনার থেকে মোবাইল এবং নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। মহিলার চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে রাধাকিশোরপুর থানায় পুলিশকে খবর দেয়া হয়। রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে । এই ছিনতাইয়ের ঘটনায় তেপানিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং জনগণের উৎকন্ঠা বেড়ে যায়। পুলিশি নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে ।