অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বিতর্কে জড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ। যা নিয়ে শুরু হয়ে বিতর্ক।
পদে থেকে একজন বিচারপতি কীভাবে প্রধানমন্ত্রীর প্রশংসা প্রকাশ্যে করতে পারেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার নিন্দা করেছেন কয়েকজন প্রাক্তন বিচারপতি, অনেকেই সংযোজ পালনের বার্তা দিয়েছেন এমআর শাহকে।
জানা গিয়েছে, শনিবার ছিল গুজরাত হাইকোর্টের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। অভিযোগ, সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ওই বিচারপতি বলেন, ‘এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে ভাল লাগছে।
আরও খুশি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো সর্বাধিক জনপ্রিয়, দূরদর্শী, পছন্দসই, প্রাণবন্ত নেতা এই দিনে বিশেষ ডাক টিকিট প্রকাশ করায়’।
অনেকেই বিষয়টিকে ভালো নেননি। প্রাক্তন বিচারপতি এমআর লোধা বলেছেন, ‘এই ধরণের বিষয় সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া উচিত’। অন্যদিকে প্রাক্তন বিচারপতি গোপালা গৌড়া বলেছেন, ‘সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যিনি সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। তিনি প্রধানমন্ত্রীকে এমন সব বিশেষণে ভূষিত করছেন, যা অযৌক্তিক ও অযাচিত’।