টিকরি সীমান্তে আত্মহত্যা কৃষকের, ব্যাপক উত্তেজনা দিল্লিতে

অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। দিল্লির বহু সীমান্তে প্রায় ৭০ দিন ধরে চলছে কৃষকদের আন্দোলন। এর আগেও আন্দোলনরত কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটেছে। দিল্লির টিকরি সীমান্তে আত্মঘাতী ৫২ বছর বয়সী এক কৃষক।

এদিকে কৃষকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। মৃত কৃষকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গত মাসে এই টিকরি সীমান্তেই আরও এক কৃষক আত্মঘাতী হয়েছিলেন। ডিসেম্বরে টিকরি সীমান্ত থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একজন আইনজীবী আত্মঘাতী হয়েছিলেন।

তার আগে সন্ত রাম সিং নামের এক শিখ ধর্মপ্রচারক কৃষক আন্দোলনের সমর্থনে আত্মহত্যা করেছিলেন। সিঙ্ঘু সীমান্তে তাঁর আত্মহত্যার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সেই ধর্মপ্রচারক সুইসাড নোটে লিখে গিয়েছিলেন, কৃষকদের কষ্ট ও যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছিলেন না।

তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দিনকয়েক আগে দিল্লির সীমান্তে থেকে বাড়ি ফেরার পর ২২ বছর এক কৃষকের আত্মহত্যার ঘটনাও প্রকাশ্যে এসেছিল। এমনকি সিঙ্ঘু সীমান্তে ৬৫ বছর বয়সী এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে সতীর্থদের চেষ্টায় তিনি প্রাণে বেঁচে যান।

হরিয়ানা ও পঞ্জাবের কয়েক হাজার কৃষক গত ৭০  দিন ধরে দিল্লির বিভিন্ন সীমান্তে আন্দোলন জারি রেখেছেন। তিনটি কৃষি আইন প্রত্যাহারের জন্য সরকারের উপর চাপ বাড়ছে ক্রমশ। কৃষক সংগঠনগুলির সঙ্গে বারবার আলোচনায় বসেছিল সরকার পক্ষ। তবে সমস্যার সমাধান হয়নি। কৃষকরা তাঁদের দাবিতে অনড়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?