স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ফেব্রুয়ারী।। দেশের জন্য গোর্খাদের অবদানের জন্য সকলের গর্ব হওয়া উচিত। তারা অনেক কিছু করেছে দেশের সেবায়। নীজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে গোর্খারা। আগে ৬ হাজারের মত গোর্খা ছিল রাজ্যে। কিন্তু বর্তমানে সংখ্যাটা কমেছে। তার কারন তাদের এতদিন যথাযথ সম্মান দেওয়া হয়নি।
কিন্তু তাদের যথাযোগ্য সম্মান দেবে বর্তমান সরকার। এটা সরকারের দায়িত্ব। শনিবার গুর্খা বস্তী পেনশনার আবাস আশ্রয়ে আয়োজিত ভারতীয় গোর্খা পরিষদের জোন ওয়ান এর সাংগঠনিক ক্যাম্পের সূচনা করে এই কথা বলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। দুদিন ব্যাপী চলবে এই ক্যাম্প।