যারফলে দীর্ঘ অনেকবছর যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভূগছে এলাকাবাসী। এই এলাকায় বসবাসকারী লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায় এলাকার ছোট্ট ছোট্ট শিশুদের জন্য এই এলাকায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র নেই। উনাদেরকে অনেকপথ অতিক্রান্ত করে নিজেদের ছেলে মেয়েকে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নিয়েযেতেহয়।
তাই এলাকাবাসীর দাবী রাজ্যসরকার যেন এলাকার উন্নয়ন স্বার্থে এই এলাকায় একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র স্থাপন করে ও এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থা করেদেয়। এখন দেখার বিষয় এলাকার উন্নয়ন স্বার্থে রাজ্যসরকার কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।