অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।রাস্তার অবলা প্রাণীদের উপর অত্যাচার বন্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। পথ কুকুরকে ঢিল মারলে এবার হতে পারে ৫ বছরের হাজতবাস ও সর্বোচ্চ ৭৫ হাজার টাকা জরিমানা।
জানা গিয়েছে, পুরনো আইন অনুযায়ী কোনও পশুকে অত্যাচার করলে ৫০ টাকা জরিমানা দিয়েই রেহাই মিলত। কিন্তু ৬০ বছরের পুরনো সেই আইনেই এবার বদল আনতে চায় কেন্দ্র।
নয়া আইনে এর ৩ নং ধারায় হিংসার উল্লেখ থাকছে। স্বল্প আঘাত, আঘাতের কারণে পশুদের শারীরিক ক্ষতি ও মৃত্যু হলে এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রয়োজনে সর্বনিম্ন ৭৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পশুর মৃত্যু হলে কারাবাসের কথাও বলা থাকবে এই নয়া আইনে।