অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অভিষেকের পর থেকেই ধারণা করা হচ্ছিল আইপিএল নিলামে নাম লেখাতে পারেন শচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। কারণ আসরটিতে সুযোগ পাওয়ার মাধ্যমেই আইপিএলে নাম নিবন্ধন করার শর্ত পূরণ হয়ে যায় অর্জুনের।
সবার সেই ধারণা সত্যি করে এ বছরের আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন অর্জুন। ২১ বছর বয়সী বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ২০ লাখ টাকা।
১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে হবে আইপিএলের ১৩তম আসরের নিলাম। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, এবারের নিলামের জন্য ১০৯৭ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। যার মধ্যে ৮১৪ জন ভারতীয় ছাড়াও রয়েছেন ২৮৩ জন বিদেশি ক্রিকেটার।
শচিন পুত্র অর্জুন ছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নিলামে নাম নিবন্ধন কারিদের উল্লেখযোগ্য স্পট ফিক্সিংয়ের জন্য নির্বাসিত হওয়া শ্রীসান্থ। ৮ বছর আগে শেষ আইপিএলে খেলেছিলেন শ্রীসান্থ। ৩৮ বছর বয়সী পেসারের ভিত্তি মূল্য ৭৫ লাখ টাকা।
বাংলাদেশ থেকে এবার মোট ৫ ক্রিকেটার নিলামে নাম তুলেছেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবার নাম এখনো প্রকাশ্যে না এলেও সাকিব আল হাসান সর্বোচ্চ ভিত্তিমূল্যে ঠাঁই পেয়েছেন। সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই অলরাউন্ডারের ভিত্তিমূল্য ২ কোটি টাকা।