দিল্লির কৃষক আন্দোলন নিয়ে রিহানা-গ্রেটাদের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের নাক গলানো পছন্দ হয়নি শচিনের। যা নিয়ে টুইট করেন। কৃষক আন্দোলন বিরোধী কোনো কথা না বললেও ভারতের অভ্যন্তরীণ সমস্যা ভারতীয়রাই সমাধান করতে পারবে বলে মন্তব্য করেন।
কিন্তু এতেই কৃষক আন্দোলনের সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুণ্ডপাত শুরু করেছেন শচিনের। এমনকি ২০১৪ সালের একটি বিতর্কিত প্রসঙ্গকেও খুঁচিয়ে তুলতে দেখা যায় অনেককে। টেনে আনা হয়েছে টেনিস তারকা মারিয়া শারাপোভাকে।
২০১৪ সালে রাশিয়ান টেনিস সুন্দরী শারাপোভা মন্তব্য করেছিলেন, তিনি শচিনকে চেনেন না। সেবার উইম্বলডনে শারাপোভার খেলা দেখতে গিয়েছিলেন শচিন। শারাপোভাকে জিজ্ঞেস করা হয় শচিনকে চেনেন কি না। শারাপোভা বলেন ‘না’। এরপর তার তুমুল সমালোচনা হয়।
এখন নেটিজেনরা বলছেন, সত্যিই চেনার মতো কোনো গুণ শচিনের নেই। এমন শচিনকে নাকি তারাও চেনেন না। আগের সমালোচনার জন্য তারা ক্ষমা চাইছেন শারাপোভার কাছে।
কেউ লেখেন, ‘ভাগ্য ভালো শচিনকে না চেনার জন্য সেই সময় মারিয়ার সমালোচনা করিনি। ’ কেউ আবার শচিনকে ‘আম্বানির পোষা কুকুর’ বলেও কটূক্তি করেছেন। যদিও শচিনের সমর্থকেরা এমন কটূক্তি করা নেটিজেনদের পালটা দিতেও ছাড়ছে না।
উল্লেখ্য, শচিন তার টুইটে লেখেন, ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা সম্ভব নয়। বহির্বিশ্ব দর্শকের ভূমিকায় থাকতে পারে, নিয়ন্ত্রক হতে পারে না। ভারতীয়রাই ভারতকে যথাযথ চেনে এবং কী করা উচিত জানে। আসুন, জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি। ’