অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আনা নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় আড়াই মাস ধরে চলছে দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন। এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে একাট্টা বিরোধীরাও। তবুও পিছু হটতে নারাজ মোদি সরকার।
কেন্দ্র জানিয়েছে, তাঁরা কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি, আইন দেড় বছরের জন্য স্থগিত রাখতেও রাজি। কিন্তু আইন প্রত্যাহার বা বাতিল করা হবে না।
এবার এই ইস্যুতে বিজেপির সমালোচনা করে বসল খোদ আরএসএস। সেই আরএসএস, যাকে বিজেপির মতাদর্শগত অভিভাবক বলা হয়। আরএসএস এর বর্ষীয়ান নেতা রঘুনন্দন।
শর্মা শনিবার সরাসরি তোপ দেগেছেন দেশের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে। বলেছেন, যখন খোদ কৃষকরাই এই আইন পছন্দ করছেন না, তখন এই আইন চালু করার কোনও প্রয়োজনীয়তা থাকতে পারে না। ক্ষমতার দম্ভ পেয়ে বসেছে বিজেপিকে।
সোশ্যাল মিডিয়ায় তোমারকে আক্রমণ করে প্রাক্তন এই সাংসদ লিখেছেন, ‘নরেন্দ্রজি আপনি সরকারের অংশ। আপনার উদ্দেশ্য কৃষকদে উপকার করা।
কিন্তু কেউ সাহায্য পেতে না চাইলে এভাবে সাহায্য করতে চাওয়ার কী মানে আছে? যদি ভেবে থাকেন কঠোর পরিশ্রমের ফল পাবেন তবে তা আপনার মনের ভুল। আজ ক্ষমতার দম্ভ আপনাকে পেয়ে বসেছে, কেন জনাদেশ হারাচ্ছেন!’