সাথে সাথে চিকিৎসকগণ নয়ন সরকারের পিতা নারায়ণ সরকার ও সুকলের শিক্ষকদের সাথে কথা বলেন৷ নারায়ণ সরকার ডাক্তারদের জানান নয়নের তিন বছর বয়সে হার্টের সমস্যা দেখা দেয়৷ কিন্তু আর্থিক সমস্যার জন্য তিনি চিকিৎসা করাতে পারছিলেন না৷ নারায়ণবাবু দিনমজরের কাজ করেন৷ চিকিৎসকগণ নয়নকে জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে ভিডিএস রোগ চিহ্ণিত করেন৷
ডাঃ পূজা দেবনাথ জানান, রোগ চিহ্ণিত হওয়ার পর নয়নকে সরকারি উদ্যোগে হাওড়ার নারায়না হাসপাতালে চিকিৎসা করানো হয়৷ এখন সুুস্থ হয়ে নয়ন বাড়িতে ফিরে এসেছে৷ নয়ন এখন সম্পর্ণ সুুস্থ৷ নয়নের পিতা নারায়ণ সরকার সহ এলাকার লোকজন স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে খুশি এবং তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷