গোমতী জেলার রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কার্যক্রমে উপকৃত নয়ন সরকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ফেব্রুয়ারী।। রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পে গোমতী জেলায় এক শিশু চিকিৎসায় সুুস্থ হয়ে উঠেছে৷ গর্জনমুড়ার নয়ন সরকার নামে এক শিশু শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগে ভুগছিল৷ তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি ঘটছিলো৷ সম্প্রতি জেলার রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের চিকিৎসক ডাঃ পূজা দেবনাথ ও ডা: অরুণাভ দেবনাথ তোতামুড়া হাই স্কুলে এক শিবিরে স্ক্রিনিং-এর সময় নয়ন সরকারকে দেখতে পান৷

সাথে সাথে চিকিৎসকগণ নয়ন সরকারের পিতা নারায়ণ সরকার ও সুকলের শিক্ষকদের সাথে কথা বলেন৷ নারায়ণ সরকার ডাক্তারদের জানান নয়নের তিন বছর বয়সে হার্টের সমস্যা দেখা দেয়৷ কিন্তু আর্থিক সমস্যার জন্য তিনি চিকিৎসা করাতে পারছিলেন না৷ নারায়ণবাবু দিনমজরের কাজ করেন৷ চিকিৎসকগণ নয়নকে জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে ভিডিএস রোগ চিহ্ণিত করেন৷

ডাঃ পূজা দেবনাথ জানান, রোগ চিহ্ণিত হওয়ার পর নয়নকে সরকারি উদ্যোগে হাওড়ার নারায়না হাসপাতালে চিকিৎসা করানো হয়৷ এখন সুুস্থ হয়ে নয়ন বাড়িতে ফিরে এসেছে৷ নয়ন এখন সম্পর্ণ সুুস্থ৷ নয়নের পিতা নারায়ণ সরকার সহ এলাকার লোকজন স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে খুশি এবং তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?