রোহিতকে টুইটারে কুৎসিত আক্রমণ কঙ্গনার, প্রতিবাদ তাপসীর

অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। তিনি বিজেপির ছত্রছায়ায় থেকে ছড়ি ঘোরানোর চেষ্টা করে চলেছেন অনবরত। কৃষক আন্দোলন নিয়ে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাও ছাড় পেলেন না সেই মোদী-ঘনিষ্ঠ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের আক্রমণ থেকে। যদিও পরে টুইট সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠছে, কঙ্গনা এত সাহস পাচ্ছেন কী করে।

কৃষকদের আন্দোলন নিয়ে টুইটারে বুধবার থেকেই একের পর এক ক্রিকেটার টুইট করেছেন। সেই তালিকায় ছিলেন রোহিত শর্মাও। রোহিতের সেই টুইটকে কদর্য ভাষায় আক্রমণ করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

এই বিষয় নিয়ে রোহিতের টুইট ছিল, “যখনই আমরা এক হয়ে দাঁড়িয়েছি, ভারত শক্তিশালী হয়েছে। এই মুহূর্তে সবথেকে বেশি দরকার হল একটা সমাধান। আমাদের দেশের উন্নতির জন্য কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমি নিশ্চিত সমাধান বের করতেও প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকাই নেবে।”

বৃহস্পতিবার তাকেই রিটুইট করে কঙ্গনা লেখেন, “কেন এই ক্রিকেটাররা ধোবি কা কুত্তা, না ঘরকা না ঘাটকার মতো চেঁচাচ্ছে? যে আইনটা তাদের জন্য ভাল, কেন কৃষকরা তার বিরোধিতা করছে? যারা এত ঝামেলা করছে, তারা জঙ্গি।

সেটা বল না, এত ভয় পাচ্ছ কেন?” কিছুক্ষণ পরে এক বিবৃতিতে টুইটার জানায়, “টুইটারের আইন লঙ্ঘন করায় এই টুইট তুলে নেওয়া হল।” শুধু এটাই নয়, সকাল থেকেই কঙ্গনার একাধিক টুইট বিধিভঙ্গের অভিযোগে তুলে নেওয়া হয়েছে।

এ দিকে বলিউডের আর এক অভিনেত্রী তাপসী পান্নু সমর্থন জানিয়েছেন রিয়ানাদের টুইটকে। তিনি লেখেন, ‘যদি একটা টুইট তোমাদের একতার ভিতকে এ ভাবে নাড়িয়ে দেয়, সামান্য ঠাট্টা বিশ্বাসের গোড়ায় আঘাত করে, একটা ছবি বা অনুষ্ঠান যদি ধর্মবিশ্বাসে আঘাত করে, তবে আমার মতে, এখানে সমস্যাটা তোমার।

তোমারই উচিত নিজের নীতিবোধের গোড়াটাকে একটু শক্ত করে নেওয়া। যারা এ সব বলছে, তাদের ভুয়ো প্রচারের পুঁথি পড়ানো নয়’। কঙ্গনার তোপ থেকে তিনিও রক্ষা পাননি। টুইটে সরাসরি তাপসীকে তাঁর মায়ের নাম করে তোপ দেগেছেন কঙ্গনা।

তাপসীকে ‘বোকার হদ্দ’ বলে ‘তুই’ সম্বোধন করে লিখেছেন, ‘তোর মাকে যদি আমি গালাগাল দিই, জাতীয় স্তরের আলোচনা ক্ষেত্রে অপমান করি, তবে কি তোর বিশ্বাসে আঘাত লাগবে বোকারাম? আমি জানি, তখনও তুই নিজের মায়ের প্রতি ভালবাসাকেই দৃঢ় করার চেষ্টা করবি আর মুখে কিছু বলবি না’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?