অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।কৃষি আইন বাতিলের দাবিতে শনিবার দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করলেন কৃষকরা। তিন ঘণ্টার এই বিক্ষোভ কর্মসূচি থেকে অবশ্য বাদ দেওয়া হয়েছিল দিল্লি, উত্তরপ্রদেশকে। দেশের নানা প্রান্তে কৃষকদের ডাকা এই কর্মসূচিতে ভালো প্রভাব পড়েছে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে এর প্রভাব ছিল চোখে পড়ার মত।
এদিন আন্দোলনকারী কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, যতদিন না, তাঁদের দাবি পূরণ হচ্ছে, তাঁরা বাড়ি ফিরবেন না। এদিন তিনি বলেন, ‘আইন প্রত্যাহারের জন্য আমরা সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছি।
তার মধ্যে আইন প্রত্যাহার না হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে’। কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে, দেড় বছর পর্যন্ত আইন স্থগিত রাখতে সরকার রাজি, প্রয়োজনে কৃষকরা ফের কথা বলতে পারে সরকারের সঙ্গে।
কিন্তু রাকেশ টিকায়েত এদিন বলেন, কোনও শর্ত বা চাপের কাছে নতিস্বীকার করে তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না।