অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন জো রুট। ইংল্যান্ড অধিনায়কের ব্যাটে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণ আপাতত সফরকারীদের হাতে।
শনিবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ব্যক্তিগত ১২৮ রানে দিন শুরু করা রুট থামেন ২১৮ রানে। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।
তার প্রায় ৯ ঘণ্টার মহাকাব্যে ৮ উইকেটে ৫৫৫ রান করে দিন শেষ করে ইংলিশরা। বেন স্টোকস খেলেছেন ৮২ রানের ইনিংস।
৩ উইকেটে ২৬৩ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড শেষ সেশনে ৪ উইকেট হারিয়েছে। রুটও তৃতীয় সেশনেই ফিরেছেন স্পিনার শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হয়ে। এরপরও দিন শেষে ভালো অবস্থানে ইংলিশরা।
চেন্নাইয়ের উইকেট স্পিনারদের বাড়তি সুবিধা দিচ্ছে। তবে শেষ বিকেলে ইশান্ত শর্মা সুইং পেয়েছেন। যা ইংলিশ পেসারদের জন্য আনন্দদায়ক নিশ্চিতভাবেই।
ভারতের পক্ষে এখন পর্যন্ত ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও শাহবাজ নাদিম।