বিষয়টি প্রশাসন আধিকারিকদের জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। শনিবার সকালে প্রশাসনিক আধিকারিকের এক প্রতিনিধিদল অটো স্ট্যান্ডে গিয়ে জানিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্ছেদ হতে। নাহলে পিটিয়ে উচ্ছেদ করবে বলে জানিয়েছে প্রশাসনিক প্রতিনিধিদল বলে অভিযোগ অটোচালকদের। প্রশাসনে এ ধরনের হস্তক্ষেপের সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার সকালে বিক্ষোভ দেখায় অটো চালকেরা। অটো চালকদের দাবি নাগেরজলার পরিবর্তে তাদের পুরনো টি আর টি সি -তে অটোর স্ট্যান্ড দেওয়া হোক। টি আর টি সি -তে অটো পার্কিং করে যাত্রী পরিষেবা দিতে অটো সুবিধা হবে।
এবং যাত্রীদের অধিক রাস্তা হেঁটে অটোর স্ট্যান্ডে যেতে হবে না। কিন্তু যদি নাগেরজলা ভেতর স্ট্যান্ড সরিয়ে নেওয়া হয় তাহলে যাত্রীরা জাতীয় সড়ক থেকে নাগের জেলার ভেতর অটো স্ট্যান্ড পর্যন্ত দূরত্বে হেটে যাবে না। রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্যান্য ছোট এবং মাঝারি গাড়িতে করে যাত্রীরা যাতায়াত করবে। এতে পেটে লাথি পড়বে সেই নির্ধারিত অটোর স্ট্যান্ডে শ্রমিকদের। কোভিড পরিস্থিতির জন্য অটো চালকদের অবস্থা সঙ্কটজনক। ব্যাংকে অধিক টাকা ঋণ গ্রস্ত রয়েছে বহু অটো চালক। উপরন্তু উন্নয়নমূলক কাজের নাম করে প্রশাসনের এ ধরনের হস্তক্ষেপ অটো চালকরা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেয় অটো চালকরা। ফলে এদিন দীর্ঘক্ষণ চারটি প্রান্তের অটো পরিষেবা বন্ধ রেখেছিল অটো চালকরা। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। যাত্রীদের দুর্ভোগ চরমে উঠে এদিন।