অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।কৃষকদের চাক্কা জ্যাম রুখতে আটঘাঁট বেঁধে মাঠে নেমেছিল কেন্দ্র। কৃষকদের আটকাতে দিল্লি পুলিশ রাস্তায় পেরেক পোঁতে। উঁচু কংক্রিটের বাধা তৈরি করে। এবার সেখানেই ফুলের চারা পুঁতে দিলেন আন্দোলনরত কৃষকরা।
দিনকয়েক আগে ৩ ঘণ্টা রাস্তা অবরোধের ডাক দেয় আন্দোলনকারী কৃষকদের সংগঠনগুলি। আর এরপরই বন্ধ করে দেওয়া হয় দিল্লিমুখী রাস্তা।
সিঙ্ঘু-টিকরী-গাজিপুর সীমানা যেন দুর্গের চেহারা নেয়। লালকেল্লা কাণ্ডের পর এই কর্মসূচি নেয় আন্দোলনকারী কৃষকদের সংগঠন। কিন্তু তাঁদের আটকাতে সবরকম ব্যবস্থা নেয় পুলিশ।
সংবাদসংস্থা সূত্রে খবর, ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেন, আমাদের আটকাতে পেরেক পোঁতা হয়েছে।
কিন্তু তাদের আমরা ফুলের চারা উপহার দিয়েছি। সংগঠনের পক্ষ থেকে ধর্মেন্দ্র মারিক বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে আমরা সূর্যমুখী ফুলের চারা পোঁতার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, দিল্লি-দাবুর তিরাহা রোডে ফুলের বাগান বানানো হয়েছে। রাস্তায় যা ছড়িয়ে রাখা হয়েছে, তাকে আড়াল করবে। পাশাপাশি পরিবেশ সুন্দর করে ভালো গন্ধও ছড়াবে।
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের র্যালিতে হাজার হাজার কৃষক পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। অভিযোগ র্যালির রুট পরিবর্তন করেন কৃষকরা।
অভিযোগ অনুমতি ছাড়াই লালকেল্লার ভেতর ঢুকে পড়ে তাঁরা। লালকেল্লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এরপরই চাক্কা জ্যামের ডাক দেয় কৃষকরা। তবে রাজধানীতে রাস্তা অবরুদ্ধ করে চাক্কা জ্যামের সিদ্ধান্ত থেকে সরে আসে কৃষক সংগঠন।
কৃষক নেতা রাকেশ টিকাইত জানান, আমাদের কাছে খবর রয়েছে কিছু লোক এই চাক্কা জ্যামকে কেন্দ্র করে হিংসা ছড়াতে পারে। সেই কারণেই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে রাস্তা অবরুদ্ধ করা হচ্ছে না বলে জানিয়েছে কৃষক সংগঠন।