সিনোভ্যাকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিল চীন

অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।চীনে জনসাধারণের ব্যবহারের জন্য সিনোভ্যাক বায়োটেকের ‘কোরোনাভ্যাক’ অনুমোদন দেয়া হয়েছে।সিনোভ্যাক বায়োটেকের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা স্থানীয়ভাবে উৎপাদিত করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এর অনুমোদন দিল।

এর আগে, গত বছর ডিসেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এর সহযোগিতায় বেইজিং ইনস্টিটিউট উৎপাদিত ভ্যাকসিন অনুমোদন পায়।

সিনোফার্মের আরেকটি ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায় আছে। তবে তিনটি ভ্যাকসিনই ইতিমধ্যে চীনের টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে।

ক্যানসিনো বায়োলজিকসের আরেকটি ভ্যাকসিন দেশটির সেনা সদস্যদের জন্য ব্যবহার করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিনোভ্যাক জানায়, ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও লাওস সিনোভ্যাকের কোরোনাভ্যাক ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

দেশের বাইরে দুই মাসের শেষ ধাপের ট্রায়ালের ফলাফলের ওপর ভিত্তি করে চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশন দুই ডোজে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেয়।

তবে, এর চূড়ান্ত বিশ্লেষণের ডেটা এখনও পাওয়া যায়নি বলে জানায় সিনোভ্যাক।সিনোভ্যাক লাইফ সায়েন্সেস এর বেইজিং ইউনিটে প্রতি বছর ১০০ কোটি ডোজ ভ্যাকসিন উত্পাদন করা সম্ভব হবে বলে আশা করছে কোম্পানিটি।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চীনের সিনোভ্যাক, সিনোফার্ম ও ক্যানসিনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন কার্যক্রমের আওতায় কোভ্যাক্সে এক কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?