অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।ফের বিতর্কিত রায় বম্বে হাইকোর্টের। এর আগে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ বলেছিল, পোশাকের উপর দিয়ে নাবালকি বা নাবালকের শরীরে আপত্তিজনক স্পর্শ পকসো আইনে যৌন হেনস্থা হিসেবে বিবেচিত হবে না।
নাবালিকার সামনে প্যান্টের জিপ খোলাও যৌন নির্যাতন নয়। যা নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশজুড়ে। বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে।
আর এবার ২০১৭ সালের যৌন হেনস্থার এক মামলায় বম্বে হাইকোর্ট দোষী সাব্যস্ত এক যুবককে মুক্তি দিল। আদালতের যুক্তি, ঘটনার সময় এই যুবক ও অভিযোগকারিনী দু’জনের অপ্রাপ্ত বয়স্ক ছিল।
ছেলেটির বয়স ছিল ১৬ ও মেয়েটির ১৫। দুজনেই নাবালক। আদালতের মনে, অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে শারীরিক সম্পর্কের বিষয়টি এখনও আইনত স্পষ্ট নয়। নাবালিকার সম্মতিকে সম্মতি বলে ধরা হয় না।
এক্ষেত্রে ওই নাবালিকার বয়ানের গুরুত্ব যথেষ্ট। কারণ প্রথমে সে অভিযোগ আনলেও পরে নিজের বয়ান বদলে দেয়। তাই ওই অভিযুক্তকে, যার বর্তমান বয়স ১৯ বছর তাঁকে মুক্তি দেওয়া হল।