অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।হের্টা বার্লিনের বিপক্ষে ১-০ গোলের জয়ে বুন্দেস লিগার পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে থাকা আরবি লাইপজিইগের থেকে ১০ পয়েন্ট দূরে তারা।
এদিন ম্যাচের শুরুর দিকে জয়সূচক গোলটি করেন কিংসলে কোমান।লিগে টানা পঞ্চম ও মোট ১৫তম জয় পেল বায়ার্ন।
সঙ্গে তিন ড্রয়ে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।
গত অক্টোবরে এই দলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে জিতেছিল বায়ার্ন।
ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় বায়ার্ন। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি লেভানদোভস্কি; আসরের সর্বোচ্চ গোলদাতার স্পটকিক দারুণ নৈপুণ্যে রুখে দেন ইয়ারস্টেইন।
লেভানদোভস্কির পেনাল্টি ঠেকালেও জাল বেশিক্ষণ অক্ষত রাখতে পারেননি নরওয়ের গোলরক্ষক ইয়ারস্টেইন। ২১তম মিনিটে টমাস মুলারের পাস পেয়ে ডি-বক্সের মুখ থেকে ডান পায়ের শটে বায়ার্নকে এগিয়ে নেন কোমান।