এবার সু চির ডান হাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। মিয়ানমারের নেত্রী অং সান সু চির পর এবার গ্রেপ্তার করা হয়েছে তার দলের গুরুত্বপূর্ণ নেতা উইন হেটেনকেও। তিনি সু চির ডান হাত হিসেবে পরিচিত।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার মাঝরাতে ইয়াঙ্গুনে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, উইন হেটেন বৃহস্পতিবার বিকেলে নেপিডো থেকে ইয়াঙ্গুনে যান। সেখানে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনএলডির মুখপাত্র কি টোয়ে বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ এ নেতাকে নেপিডোতে পুলিশ স্টেশনে আটক করে রাখা হয়েছে। ’

৭৯ বছরের উইন হেটেন এর আগে দীর্ঘকাল রাজবন্দী ছিলেন। সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময়ে আটক করা হয়। আন্তর্জাতিক ও মিয়ানমারের গণমাধ্যমে সু চি কী ভাবছেন সেটি জানার চেষ্টা করা হয় এ নেতার মাধ্যমে।

সেনা অভ্যুত্থানের পর স্থানীয় সংবাদমাধ্যমকে উইন হেটেন বলেন, ‘সেনাবাহিনী আমাদের সরকারকে ধ্বংস করে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে। দেশের প্রত্যেককে যতটা সম্ভব প্রতিবাদ জানাতে হবে। ’

সোমবার ভোরে এক সামরিক অভ্যুত্থানে আটক করা হয় নির্বাচনে জেতা গণতন্ত্রপন্থী নেত্রী সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ এনএলডির শীর্ষ নেতাদের।

একদিন পর আটক করা হয় পার্লামেন্টের প্রায় ৪০০ আইনপ্রণেতাকে। নেপিডোতে সরকারি একটি হাউজিং কমপ্লেক্সে উন্মুক্ত বন্দীশালায় তাদের রাখা হয়েছে।

নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে এ অভ্যুত্থান ঘটান সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইয়াং। সোমবার নির্বাচিত সরকারের প্রথম পার্লামেন্ট অধিবেশন হওয়ার কথা ছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?