বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে এসে এই কথা নিজেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। উল্লেখ্য, চলতি কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে একাধিক আন্তর্জাতিক স্তরের তারকা ভারত সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন।
কৃষকদের পক্ষ নিয়ে তাঁরা মোদি সরকারের সমালোচনা করেছেন। অন্যদিকে ওই সমস্ত আন্তর্জাতিক তারকাদের পাল্টা জবাব দিয়েছেন শচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, লতা মঙ্গেশকরের মত জনপ্রিয় তারকারা।
স্বাভাবিকভাবেই এদিনের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাটকে কৃষি আইন সংক্রান্ত এক প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেখানেই বিরাট বলেন, টিম মিটিংয়ে দেশজুড়ে চলা কৃষি আন্দোলন নিয়ে কথা হয়েছে।
কৃষি আইন নিয়ে প্রত্যেক ক্রিকেটার নিজের নিজের মত করে তাঁর বক্তব্য রেখেছেন। তবে ভারতীয় টিমের অন্দরে কৃষি আইন নিয়ে কী কথা হয়েছে সে বিষয়ে একটি শব্দও খরচ করেননি বিরাট।
এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, গুরুত্বপূর্ণ সিরিজের আগে ভারতীয় ক্রিকেট দলের অন্দরে এই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায় ক্রিকেটারদের ফোকাস নষ্ট হয়ে যাবে না তো? কৃষি আইন নিয়ে টিম ইন্ডিয়ার অন্দরে ঠিক কী আলোচনা হয়েছে তা নিয়ে অবশ্য বিরাট কোনও মন্তব্য করেননি।
তবে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই আলোচনার সঙ্গে টিমের ফোকাস নষ্ট হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। প্রত্যেক ক্রিকেটারই নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা অস্ট্রেলিয়ার মতোই এই সিরিজও জিততে চাই।