তারকা ও ক্রিকেটাররা টুইট করলেই সরকারের ইমেজ ভাল হয় না, মন্তব্য শশী তারুরের

অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। নরেন্দ্র মোদি সরকারের আনা তিন কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় আড়াই মাস হতে চলল প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কৃষক আন্দোলন নিয়ে স্পষ্টতই দুইটি শিবির তৈরি হয়েছে। এক শিবির থেকে কৃষক আন্দোলন সমর্থন করা হচ্ছে। অন্য একটি শিবির কৃষক আন্দোলনের তীব্র বিরোধিতা করছে।

ভারতের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই টুইট করেছেন পপতারকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় তারকা।

তারপরেই মোদি সরকারের সমর্থনে একের পর এক টুইট করেন বেশ কয়েকজন বলিউড তারকা এবং দেশের প্রাক্তন ক্রিকেটার। এরই প্রেক্ষিতে মুখ খুলেছেন প্রবীণ কংগ্রেস নেতা শশী তারুর।

এই কংগ্রেস নেতা বলেন, ক্রিকেটাররা বা তারকারা টুইট করলেই সরকারের ভাবমূর্তি বদলে যাবে না। কৃষি আইন নিয়ে যা চলছে তাতে দেশের সম্মান যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি আইন নিয়ে নরেন্দ্র মোদি সরকার অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সম্মান ধুলোয় লুটিয়ে দিয়েছে। দেশের যে সমস্ত সেলিব্রিটিরা সরকারের হয়ে টুইট করেছেন আসলে তাদেরকে নিয়োগ করা হয়েছে।

একইসঙ্গে তারুর পাল্টা টুইট করে বলেন, অবিলম্বে কৃষি আইনগুলি প্রত্যাহার করা হোক। কৃষকদের সঙ্গে সরকার কথা বলে বিষয়টির সমাধান করুক। তবেই দেশ ঐক্যবদ্ধ হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?