এইদিন সকালে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসডিপিও আমতলি অনির্বাণ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সেখানে ভিড় জমায় বহু মানুষ। পুলিশ ঘটনাস্থলে আসার পর আনা হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। পরে ড্রেইন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিসের উপস্থিতিতে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসডিপিও আমতলি অনির্বাণ দাস জানান মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত করছে। তিনি আরও জানান মৃত ব্যক্তির কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। মৃত দেহের ময়না তদন্তের পর মৃত ব্যক্তির মৃত্যুর কারন জানা যাবে।