এর আগে ‘জিয়ো পাগলা’, ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’ মতো ছবিতে দর্শকেরা একসঙ্গে দেখেছিলেন ঋত্বিকা- সোহমকে। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি। একটি সত্যি প্রেমের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্য লিখেছেন এন কে সলিল।
এক মধ্যবিত্ত পরিবারের ছেলে কৃষ্ণ এবং এক সাদাসিধে কলেজ পড়ুয়া লীনার জীবনের নিয়েই মূলত ছবির গল্প বোনা হয়েছে। অন্যান্য বন্ধুদের পাল্লায় পড়ে লীনা অপরিচিত নম্বরে মিসকল দেওয়া শুরু করে। তাঁদের থেকে কায়দা করে ফোনের রিচার্জ করানোই তাঁর মূল উদ্দেশ্য। এই রকমই একদিন হঠাৎ করেই তাঁর কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়।
কোনদিনও সামনা- সামনি দেখা না হলেও ফোনে তাঁদের নিয়মিত যোগাযোগ থাকে। একে অপরের সুখ দুঃখ শেয়ার করা, জীবনের প্রতিটা মুহূর্তের সাক্ষী হওয়া এবং তার সঙ্গে দুজন দুজনের জীবনের পরিপূরক হয়ে ওঠে নিজেদের অজান্তেই। এই ভাবেই চলছিল বেশ… কিন্তু হঠাৎ করেই একদিন লীনা নিখোঁজ হয়ে যায়।
তাঁর বাবা-মায়ের অনেক প্রচেষ্টার পরেও তাঁকে খুঁজে পাওয়া যায় না। ঠিক সেইসময় পুলিশ তাঁর ফোনের কল হিস্ট্রি থেকে খুঁজে কৃষ্ণকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় ডেকে পাঠায়।এর পরে যা ঘটে তাতেই রয়েছে ছবি আসল ট্যুইস্ট। তাই তা দেখতে অবশ্যই অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তি পাওয়া অবধি।