কৃষক আন্দোলনের মহৎ সমাধান চান সালমান

অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। ভারতের বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির কৃষকরা। কৃষকদের চলমান এই আন্দোলন নিয়ে এবার কথা বললেন বলিউড তারকা সালমান খান। তিনি কৃষক আন্দোলনের মহৎ সমাধান চাইলেন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

সালমান বলেছেন, ‘যে সিদ্ধান্ত নিলে ভালো হয়, সেটাই করা উচিত। সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচেয়ে মহৎ কাজটাই করা উচিত। ’

ইন্ডিয়া টুডে জানায়, সালমান মুম্বাইয়ে মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন চলমান কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে ওই মন্তব্য করেন তিনি।

তবে, সালমান খান তার মন্তব্যের কোথাও কৃষক কিংবা সরকার পক্ষের কথা উল্লেখ করেননি। এর আগে তিনি চলমান কৃষক আন্দোলন নিয়ে কোনো টুইট বা নিজের মতামত জানাননি।

অন্যান্য বিগ খান- শাহরুখ খান, আমির খান বা সাইফ আলী খান কেউ এখন পর্যন্ত কৃষক আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেননি।

কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করে বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত করেছেন পপস্টার রিহান্না এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

তবে, এই দুজনের সমালোচনা করেছেন বলিউডের করণ জোহর, অক্ষয় কুমার, অজয় দেবগন, একতা কাপুর থেকে শুরু করে শচীন টেন্ডুলকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?