বৈঠকে মুখ্যমন্ত্রী এই মুহুর্তে অকেজো হয়ে থাকা জলসেচ প্রকল্পগুলিকে পুনরায় চালু করার জন্য জলসম্পদ উন্নয়ন দপ্তর ও বিদ্যৎ দপ্তরকে সমন্বয় রেখে কাজ করতে নির্দেশ দেন৷ এজন্য মুখ্যমন্ত্রী আধিকারিকদের আরও বেশি করে মাঠমুখী হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন৷
সভায় জানানো হয় ধলাই জেলায় সেচের আওতাধীন জমির পরিমাণ গতবছর থেকে এই বছরে ১৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২৪ শতাংশ হয়েছে৷ বনাধিকার আইনে প্রাপ্ত পাট্টা জমি প্রদানের কাজ পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বকেয়া জমি প্রদানের কাজ ফেবয়ারি মাসের মধ্যেই শেষ করতে হবে৷
ব শরণার্থীদের পূনর্বাসনের জন্যে আমবাসা মহকুমার হাদুকলক পাড়া এবং লংতরাইভ্যালী মহকুমার বঙ্গাফা পাড়ায় জমি সমতলকরণ, রাস্তাঘাট তৈরি, বিদ্যতায়নের যে কাজ চলছে তার বিস্তারিত খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী এবং অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেন৷
শহর এলাকার ব্যবসায়ীদের বীমার মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়ার বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রচারের মাধ্যমে ব্যবসায়ীদের উদ্ধদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, উন্নত গোধন প্রকল্পের সুুবিধা যাতে বেশি অংশের মানুষ পেতে পারেন তার উদ্যোগ নিতে হবে৷ এজন্য এই প্রকল্পের কথা সামাজিক মাধ্যম সহ প্রচারের আলোয় বেশি করে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন৷
এক্ষেত্রে বিধায়ক সহ জনপ্রতিনিধিদের আরও বেশি করে যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন রাস্তার মেরামতি ও নতুন রাস্তা নির্মাণে আরও গতি আনার জন্য এইচএসসিএল-কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এক্ষেত্রে যেসব সমস্যা থাকবে তা দূরীকরণে রাজ্য সরকার সব ধরণের সহায়তা করবে৷ সভায় এনইসি থেকে পাওয়া অর্থে ধলাই জেলায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলিরও পর্যালোচনা করা হয়৷
পর্যালোচনা সভায় মুখ্যসচিব মনোজ কুমার জানান, বিভিন্ন রাস্তা মেরামতির জন্যে পূর্ত দপ্তরের প্রতিটি ডিভিশনে ১০০ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে৷ বৈঠকের শুরুতে ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা গোবেকার ময়ূর রতিলাল বিভিন্ন অগ্রাধিকারভুক্ত প্রকল্প ও ফ্ল্যাগশিপ স্কিমের ধলাই জেলায় রূপায়ণ, অগ্রগতি ও পরিকল্পনার তথ্য তুলে ধরেন৷
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, প্রধান সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব, বিভিন্ন দপ্তরের সচিব এবং পদস্থ আধিকারিগণ বৈঠকে উপস্থিত ছিলেন৷