আগামী বছর সাধারণতন্ত্র দিবসের প্যারেড হবে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে

অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। ২০২২-এ সাধারণতন্ত্র দিবসের প্যারেড আর রাজপথে হবে না। পরিবর্তে আগামী বছর সাধারণতন্ত্র দিবসের প্যারেড হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে।

বুধবারই ওই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভূমি পূজা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী।

বৃহস্পতিবার পুরী জানান, আগামী বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেড আর দিল্লির পরিচিত রাজপথে হবে না। পরিবর্তে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে হবে। এটা আধুনিক ভারতের প্রতীক।

যদিও অনেকেই এই প্যারেডের গুরুত্ব এখনও ঠিকমত বোঝেন না। তাঁরা চান না, দেশের অগ্রগতি হোক। এই সমস্ত ব্যক্তিরা শুধুই নেতিবাচক চিন্তাভাবনা করেন। কিছুদিন আগেই তাঁরা করোনার টিকা নিয়ে অনেক কথা বলেছিলেন।

কিন্তু গোটা দেশ দেখছে কিভাবে দ্রুততার সঙ্গে আমরা টিকাকরণের কাজ চালাচ্ছি। গোটা বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে দ্রুতগতিতে টিকাকরণ চলছে।

সেদিন যারা টিকা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন আজ কিন্তু তারা টিকাকরণ নিয়ে একটি শব্দও খরচ করছেন না। ভূমি পুজোর সঙ্গে সঙ্গেই সেন্ট্রাল ভিস্তা অ্যাভেনিউ সংস্কারের কাজ শুরু হল বলা চলে। এই রাস্তা দিল্লির উত্তর-দক্ষিণ ব্লক থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট পর্যন্ত গিয়েছে।

এর মধ্যে রাজপথ, বাগান, খাল সবই রয়েছে। রাস্তার দুই দিকে থাকছে গাছের সারি। এই রাস্তা তিন কিলোমিটার লম্বা। এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে গড়ে উঠতে চলেছে নতুন সংসদ ভবন।

আগামী বছর স্বাধীনতা দিবসের আগেই এই নির্মাণ কাজ শেষ করতে চায় সরকার। লুটিয়েন্স দিল্লির বুকে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৮৬ একর জমিকে একেবারে নতুন রূপে সাজিয়ে তুলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই তিনি এই প্রকল্পের শিলান্যাস করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?