সম্প্রতি আইসিএমআর এর করা সেরো সার্ভে থেকে জানা গিয়েছে, ১০ বছরের বেশি বয়সিদের মধ্যে ২১ শতাংশের বেশি মানুষ করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছেন। অর্থাৎ আরও অনেক বেশি মানুষের মধ্যেই এই সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সেরো সার্ভে করা হয়। বৃহস্পতিবার এই সার্ভের ফল প্রকাশ করে আইসিএমআর। আইসিএমআর- এর ডিরেক্টর বলরাম ভার্গভ এদিন বলেন, এই সার্ভেতে ২৮ হাজার ৫৮৯ জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
তাতে দেখা গিয়েছে ১৮ বছরের বেশি বয়সিদের ২১.৪ শতাংশ মানুষ এই ভাইরাসের সংস্পর্শে এসেছেন। ১০ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ২৫.৩ শতাংশ এই ভাইরাসে সংক্রামিত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
শহরের বস্তি এলাকাগুলিতে সংক্রমণের পরিমাণ বেশি। শহরের বিভিন্ন বস্তিতে ৩১.৭ শতাংশ মানুষ ভাইরাসের সংস্পর্শে এসেছেন। বস্তি বাদে অন্য এলাকার ২৬.২ শতাংশ মানুষ করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছেন।
আবার গ্রামীণ এলাকায় এই সংখ্যাটা বেশ কিছুটা কম। সেখানে ১৯.১ শতাংশ মানুষ করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছেন। ৬০ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে ২৩.৪ শতাংশ করোনা সংক্রমণের মুখে পড়েছেন।
এই সার্ভেতে সাত হাজারেরও বেশি জনস্বাস্থ্য কর্মীর রক্তের নমুনা নেওয়া হয়। তাতে দেখা গিয়েছে ২৫.৭ শতাংশ কর্মী ভাইরাসের সংস্পর্শে এসেছেন। তবে এই মুহূর্তে দেশের করানোর পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।
গত তিন সপ্তাহ ধরে বিভিন্ন রাজ্যের ৪৭ জেলায় নতুন করে কেউ আক্রান্ত হননি। ২৫১ জেলায় গত তিন সপ্তাহে নতুন করে কোনও মৃত্যুর খবর নেই। এই মুহূর্তে পজিটিভিটি রেট কমে হয়েছে ১.৮২ শতাংশ।