এমনই মনে করেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। অজানা কোনও ‘ভয়’-ই ভারতীয় তারকাদের বাধ্য করেছে ‘ঐক্যবদ্ধ ভারত’-এর এক সুরে কথা বলতে।
কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার প্রতিবাদে বুধবার রাত থেকেই টুইটারে ঘোরাফেরা করছে ‘ঐক্যবদ্ধ ভারত’-এর আহ্বান। বিষয়টি নিয়ে সরব হয়েছেন অক্ষয় কুমার থেকে সচিন তেণ্ডুলকার, লতা মঙ্গেশকর, বিরাট কোহালি, অজয় দেবগণ, কর্ণ জোহর, সাইনা নেহাওয়ালের মতো তারকারা। ‘অপপ্রচারের বিরুদ্ধে ভারত’ হ্যাশট্যাগে আন্তর্জাতিক মহলের নিন্দার বিরোধিতা করেছেন সকলেই। সেই সঙ্গে প্রত্যেকে তুলে ধরেছেন বিদেশমন্ত্রকের জারি করা একটি টুইটার-বিবৃতি।
দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের এ ভাবে একসঙ্গে একই টুইট করতে দেখে স্বাভাবিক ভাবে অনেকে প্রশ্ন করতে শুরু করেন, সত্যিই কি এতটা ‘একতা বোধ’ কাজ করেছে তারকা জগতে? নাকি অন্য কোনও বিষয়, অন্য কোনও অনুভূতি বাধ্য করেছে তাঁদের একইসঙ্গে একই রকম টুইট করতে?
বুধবার রাতে সাংবাদিক অমিত বর্মা টুইট করেন, “মাঝে মধ্যেই আমার মনে হয়, বলিউড অথবা ক্রিকেট তারকারা যখন, যা যা করেন, তা কি গাজরের জন্য নাকি, অন্য হাতে থাকা লাঠিটাই তাদের এ সব করতে বাধ্য করে’!
ব্যাপারটা আর একটু স্পষ্ট করে অমিত জানতে চান, ‘আমাদের দেশের তারকারা যে পরিমাণ ধনী, তাতে ঘুষ দেওয়া যাবে বলে মনে হয় না, তবে কি তাঁরা ভয় পেয়েই এত হট্টগোল?
কিন্তু কীসের ভয়? আশা করি তারকা জগতের মধ্যে থেকে কেউ আমাকে সঠিক জবাব দেবেন’। তারই জবাব দিয়েছেন কঙ্কনা। অমিতের টুইটের জবাবে কঙ্কনা লেখেন, ‘আমার মতে বেশিরভাগের ক্ষেত্রেই ভয়ই কাজ করে’।